11 Sept 2025

ববির অন্তবর্তিকালীন ভিসি থেকে পূর্নাঙ্গ ভিসি রাবি অধ্যাপক ড. তৌফিক আলম

 



আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)র  পূর্ণাঙ্গ ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) এর ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।


আজ বুধবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, ভাইস-চ্যান্সেলর, বরিশাল বিশ্ববিদ্যালয় (অন্তর্বতীকালীন)-কে শর্ত সাপেক্ষে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো । 

শর্তগুলো হলো: 

ক. ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে;

খ. তিনি ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন;

গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত ১৩ই মে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। 

উল্লখ্যে, গত বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শূচিতা শরমিন। এরপর শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে তাকে সরিয়ে নিতে বাধ্য হয় সরকার। একইসাথে প্রোভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকে একইসাথে সরিয়ে দেয়া হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: