11 Sept 2025

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 


আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি 



 বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য ‘Unlocking Career Potentials’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এবং ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সিভিল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান। অনুষ্ঠানে অলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন এবং সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন।

আলোচক উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকতা বিভাগে যারা পড়ে তারা কয়েকটি স্কিল বেশি অর্জন করে। এক্সট্রা কোয়ালিটি অর্জন করে যেগুলো অন্যবিভাগে পাবে না। এটাই আপনাদেরকে ক্যারিয়ারে এগিয়ে রাখবে। আপনার যোগাযোগ ও আপনার স্মার্টনেস কিছুটা এগিয়ে রাখবে ক্যারিয়ারে। তিনি আরও বলেন,  পড়াশোনা একটি অভ্যাস এই অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে জীবনে সফলতা অর্জনের জন্য।

হালিমাতুস সাদিয়া বলেন, “জীবনে উন্নতি করতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। এখানে যে মোটিভেশন দেয়া হচ্ছে তা হয়তো দুই-তিন দিনের বেশি স্থায়ী হবে না। আসলে নিজেকেই নিজেকে মোটিভেটেড রাখতে হবে। আমি নিজেকে পাঁচ বা দশ বছর পর কোথায় দেখতে চাই, তা আমাকেই ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “মানুষ যা চায় তা নাও পেতে পারে, তবে মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে।”

অনুষ্ঠানের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মে. ফরহাদ উদ্দীন বলেন, তোমাদের বিভাগের শিক্ষার্থীজীবনের এই সময়ে কীভাবে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ে তুলবে সেই বিষয়টি তোমাদের বোঝানোর জন্যই আজকের এই আয়োজন। আমরা আশাকরব তোমরা শিক্ষার্থী জীবন থেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হও এবং ভবিষ্যৎ জীবনে ভালোকিছু কর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: