3 Sept 2025

কোম্পানীগঞ্জে নয়া ওসি রতন শেখের যোগদান

 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব গ্রহণ করেছেন মো. রতন শেখ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। এসময় সদ্য সাবেক ওসি উজায়ের আল মাহমুদ আদনান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র ও সেকেন্ড অফিসার এসআই নিয়াজ শরিফ তাকে ফুল দিয়ে বরণ করেন।

গত ৩১ আগস্ট সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টে বদলি করে তার জায়গায় মো: রতন শেখকে নয়া অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেন।


২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট ট্যুরিস্ট পুলিশ জোন এবং মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ ছিলেন।


জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি থাকাকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা), আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ, শুদ্ধাচার পুরস্কার (২০২২)। তিনি জাতিসংঘ শান্তি মিশনেও দায়িত্ব পালন করেছেন।


১৯৭৩ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করেন রতন শেখ। তিনি ১৯৯৪ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে মাগুরা, ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: