মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামায়াতে ইসলামী এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি সকাল ১০ টায় কালিয়াকৈর উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে শুরু করে হাইওয়ে রোড প্রদক্ষিণ করে আবার মডেল মসজিদের সামনে সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি এবং গাজীপুর ০১ আসনের নির্বাচনী পরিচালক মো শফি উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০১ আসনে এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি মো আব্দুল জলিল আকন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলার জেলা সভাপতি মো ইয়াসির আরাফাত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার। পৌর আমির মো ইয়াসিন আলী মৃধা সহ উপজেলার সকল নেতাকর্মীগন।
এসময় হাজার হাজার নেতাকর্মী এবং জনসাধারণ পিআর পদ্ধতি এবং সংস্কারের দাবি এবং জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশে নতুন করে আর কোন সৈরাচারী ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। আর যারা পিআর বোঝেনা নাকি তারা বুঝতে চায় না। এসময় হাজার হাজার নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।




0 coment rios: