চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পরীক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, ভালো ফলাফল অর্জন এবং সার্বিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) এক বিস্তারিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মাঠে সকাল ১১টায় আয়োজিত এই সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশের মূল উদ্দেশ্য ছিল অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করা।
বিশেষ করে, সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে অনুপস্থিতির প্রবণতা এবং চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনীহা পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে।
বক্তারা বলেন, শুধুমাত্র শিক্ষক বা কলেজ কর্তৃপক্ষ একা শিক্ষার মান ধরে রাখতে পারে না; এর জন্য অভিভাবকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
কলেজের অধ্যক্ষ, তাঁর বক্তব্যে গত শিক্ষাবর্ষের ফলাফল এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি সংক্রান্ত একটি তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে দেখা যায়, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের ফলাফল অনুপস্থিত শিক্ষার্থীদের তুলনায় গড়ে প্রায় ২০% বেশি ভালো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রফিকুল হাসান তনু।
তিনি তার বক্তব্যে বলেন,
"শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে অভিভাবকেরাই প্রথম এবং প্রধান শিক্ষক। কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক, কিন্তু বাড়িতে সন্তানেরা কী করছে, তারা কেন ক্লাসে অনুপস্থিত থাকছে—এই খোঁজখবর নেওয়া অভিভাবকদের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র অর্থ দিয়ে শিক্ষা হয় না, সময় দিয়েও শিক্ষা দিতে হয়।"
তিনি আরও বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই এবং কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সবধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন।




0 coment rios: