9 Dec 2025

জাপানে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা

 



জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৮ ডিসেম্বর) রাতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর হাজারো মানুষকে ঘর ছাড়তে বাধ্য হয়। খবর বিবিসির।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। উপকূলে প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।

দুর্যোগের পর কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কিছু ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী আফটারশক হতে পারে—সেজন্য জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আসবাবপত্র ঠিকভাবে বেঁধে রাখুন এবং কম্পন অনুভব করলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

রয়টার্স জানিয়েছে, প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আওমোরি প্রিফেকচারে প্রায় ২ হাজার ৭০০ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর-পূর্ব উপকূলে কিছু রেলসেবা বন্ধ করেছেন ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ।জাপান সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান বলে জানিয়েছেন সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা।

বিদ্যুৎ কোম্পানি তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানায়, হিগাশিদোরি ও ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্রে কোনো সমস্যা দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রেও কোনো অনিয়ম পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০ ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের মতে, আগামী ৩০ বছরে নানকাই ট্রাফ অঞ্চলে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা ৬০-৯০ শতাংশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: