জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব অপারেটরগুলোতে এক চিঠিতে এই নির্দেশনা জানিয়েছে।
বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি এসএমএসে আগেই জানিয়ে দেবে। সেখানে লেখা থাকবে- ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি। মেয়াদ পাঁচ দিন।
0 coment rios: