কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান না থাকায় প্রতি বছর বন্যার সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। এবার পানির পরিমাণ বেশি হওয়ায় ঘরের আসবাবপত্র, খাবার ও গবাদি পশু নিরাপদে রাখা কঠিন হয়ে পড়েছে।
শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন জানান,
"গত তিনদিন ধরে পানি বাড়ছেই। ঘরের ভেতরে হাঁটু পানি, রান্না-বান্না তো দূরের কথা, পরিবারের সদস্যদের নিয়েই দুশ্চিন্তায় আছি।"
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত ত্রাণ বা সহায়তা পৌছায়নি বলে দাবি করেছেন অনেকে।
অতিদ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
0 coment rios: