মোঃ ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার অফিস খোলা নিয়ে কিছু জরুরী কথা বলেছেন উস্তাদ সুলতান নাঈম। তিনি একজন ইসলামি গবেষক, শিক্ষক, কলামিস্ট, লেখক, ইসলামি সংগীত শিল্পী, সমাজ সেবক, সংগঠক, মানবতার ফেরিওয়ালা। অসত্য অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠস্বর।
জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে হওয়ার অর্থ হলো, যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এরপরে কেউই কখনো ভয়াবহ সামাজিক ব্যাধি সমকামিতা, নোংরামি, যৌনতা,পরকীয়াসহ যত প্রকার যৌন অপরাধ রয়েছে তার বিরুদ্ধে ভুলেও কেউ কিছু বললে গ্রেফতার মামলা হামলার শিকার হতে হবে। এমনকি আপন মা /ছেলে, বাবা/ মেয়ে, ভাই বোনও যদি নিজেদের ইচ্ছায় শারীরিক যৌন সম্পর্ক করে সেটাকেও কেউ খারাপ বলতে পারবে না। কেউ খারাপ বললে আইন অনুসারে তার সাজা হবে। আর্থিক জরিমানা হবে। ক্ষেত্র বিশেষে ফাঁসিও হতে পারে। জি হ্যাঁ এই ছোট অপরাধে। কেউ চাইলেই তখন কাউকে তাদের নোংরা অশালীন খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে মানহানি মামলা করে দিতে পারবে কোটি কোটি টাকার। বাংলাদেশের মুসলমানদের জন্য এত বড় একটা সমস্যা সামনে চলে আসলেও কারোই যেন কিছু হয়নি এমন ভাব ধরে বসে আছে সবাই।
গুটি কয়েক ঈমানদারেরা প্রতিবাদ করলেও ইউনুস সরকার সেটা কানেই নিচ্ছে না। অপরদিকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এদের বিরুদ্ধে কিছু বলছেও না ।বিশেষ করে ইসলামিক ঘরানার দলগুলোও তারা চুপচাপ দেখে যাচ্ছে। ভাবছে যা হয় হোক আমাদের কি!
বাংলাদেশের প্রথম সারির মিডিয়া গুলো আরো কয়েক কাঠি সরেস, এরা যেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের শাখা হওয়ার কারণে উৎসব পালন করছে।
তিনি আরও বলেন একজন মুসলমান হিসেবে এর বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।




0 coment rios: