ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর অংগ সংগঠনের নেতাকর্মী প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে সালথার ৮ ইউনিয়নে মটরসাইকেল শোভাযাত্রা করেছে।
বুধবার (১১ জুন) সকাল ৯ টা থেকে সালথা বাইপাস সড়ক থেকে শুরু করে সালথা বাজার রামকান্তপুর বাজার হয়ে নকুলহাঁটি বাজার এর পর পুটিয়া বাজার হয়ে গৌড়দিয়া খোয়াড়গ্রাম রসুলপুর বাজার বড়দিয়া বাজার মাঝারদিয়া বাজার মোন্তার মোড় সোনাপুর বাজার হয়ে খাড়দিয়া বলতলা হয়ে ফুলবাড়িয়া বাজার শেষে সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের বাড়িয়ে গিয়ে দুপুরের খাবার এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. তরিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়নের জামায়াতের আমির মো. ফারুক হোসেন, ভাওয়াল ইউনিয়নের জামায়াতের আমির জাহাঙ্গীর হোসেন, মাঝারদিয়া ইউনিয়নের জামায়াতের আমির মো. মিকাইল হোসাইন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল ছায়েম মোল্যাসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।
0 coment rios: