মাদারীপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও উপজেলা আমির জননেতা সরওয়ার হোসাইন মৃধার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিবচর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ওসি সাহেবকে একটি হাদীস গ্রন্থ উপহার হিসেবে প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি ইউসুফ হাওলাদার, সহ-সেক্রেটারি হাবিবুল্লাহ বাহার, শ্রমিক কল্যাণ সভাপতি ও পৌরসভা প্রতিনিধি দুলাল গোমস্তা, কাঁঠালবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার শিপলু হাওলাদার, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোস্তাক তালুকদার এবং উপজেলা অফিস সম্পাদক মাওলানা তাওফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক কল্যাণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
0 coment rios: