মোঃ আবু নাঈম
সখিপুর, টাংগাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কন্যা "তানিশা" এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা জীবনের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকের এই সাফল্যে পৌঁছেছে। সমাজে যেখানে অনেক সুস্থ শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়ে, সেখানে তানিশা নিজের অদম্য মনোবল, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতায় দেখিয়ে দিয়েছে – শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারে না।
বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা জানান, তানিশা খুবই মেধাবী ও মনোযোগী ছাত্রী। ইশারার মাধ্যমে পড়াশোনা ও যোগাযোগ করলেও তার শেখার আগ্রহ ছিল অসাধারণ। স্কুল কর্তৃপক্ষ তানিশার সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত।
তানিশার মা-বাবা বলেন, “আমরা সবসময় চেয়েছি মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলতে। আজকের এই অর্জন আমাদের স্বপ্ন পূরণের পথে এক বড় ধাপ।”
তানিশার ভবিষ্যৎ স্বপ্ন—উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
এই সাফল্য শুধু তানিশার নয়, এটি সমাজের সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
0 coment rios: