**সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মো. আবু নাঈম**
টাঙ্গাইলের সখিপুরে নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সখিপুরের ছাত্র-জনতা একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। আজ বিকেলে সখিপুর তালতলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় সখিপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। মিছিলটি তালতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার তালতলায় এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, “সোহাগ ছিল আমাদের এলাকার একজন সৎ, উদীয়মান ব্যবসায়ী। তার নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে আমরা চুপ থাকবো না। আমরা চাই দ্রুত তদন্ত ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
এসময় বক্তৃতা দেন স্থানীয় ছাত্রনেতা, শিক্ষক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হত্যাকাণ্ডের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহাগ হত্যাকাণ্ডে সখিপুরবাসীর মাঝে শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আজকের বিক্ষোভ কর্মসূচি ছিল সেই ক্ষোভের একটি জোরালো বহিঃপ্রকাশ।
0 coment rios: