মো: জিশান আহমেদ সরকার যাত্রাবাড়ী, ঢাকা
মেহরিন চৌধুরী সম্পর্কে—তিনি ছিলেন একজন প্রাণ নাড়া দেওয়া শিক্ষিকা, যিনি ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কো‑অর্ডিনেটর ও শিক্ষিকা। নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামের মেয়ে মেহরিন কলেজের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব দায়িত্ব নিয়েছেন।
২১ জুলাই দুপুরে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে ঘিরে পড়ে স্কুলের ক্লাসরুম। তখন মেহরিন চৌধুরী ঘটনাস্থলে থেকে অন্তত ২০ জন শিক্ষার্থী কে আহত হওয়া থেকে রক্ষা করেন—“ম্যাডাম ভিতরে ঢুকে … বাচ্চাগুলারে বের করে দিছেন” বলে একজন সেনা উদ্ধারকর্মী জানান ।
তিনি বারবার বলেছিলেন:
“দৌড়াও, ভয় পেও না, আমি আছি।”
নিজের দেহ ৮০% পর্যন্ত পুড়ে যাওয়ার পরেও শিক্ষার্থীদের বাঁচানোর দায়িত্বে ছিলেন তিনি । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে মৃত্যুবরণ করেন । বয়স ছিল আনুমানিক ৪৬ বছর ।
সংক্ষিপ্ত পরিচয়:
নাম: মেহরিন (বা মেহেরীন) চৌধুরী
জন্মস্থান: নীলফামারীর জলঢাকা, বগুলাগাড়ী চৌধুরীপাড়া
পেশা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার শিক্ষিকা (বাংলা ভার্সনের সিনিয়র শিক্ষক ও কো‑অর্ডিনেটর)
সহযোগী ভূমিকা: এক মাস আগে স্থানীয় বগুলাগাড়ী স্কুলের উন্নয়নে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত ।
অমর কর্ম: ২১ জুলাই দুর্ঘটনায় নিজ জীবন বাজি রেখে ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়েছেন এবং জীবন দিয়েছেন নিজের আত্মত্যাগ দিয়ে ।
তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ বাংলাদেশের অনেক কাগজে তথা সামাজিক মাধ্যমেও “অমর নাম” হয়ে রইল।
0 coment rios: