21 Jul 2025

ঘরে বসেই সাতক্ষীরার ৮ থানায় করা যাবে জিডি

 


সাতক্ষীরায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে আর জিডি করার জন্য কাউকে থানায় যেতে হবে না। জেলার আটটি থানায় এখন ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন নাগরিকরা।

রোববার (২০ জুলাই) রাত ১২টা ০১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এই ডিজিটাল কার্যক্রমের শুভসূচনা করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শামিনুল হক এবং ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উদ্বোধনের সময় বলেন, সাতক্ষীরা জেলার আটটি থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। এখন থেকে সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। নাগরিকরা এখন আর শুধু থানায় এসে নয়, বাড়িতে বসেই যেকোনো প্রকার জিডি করতে পারবেন।

এই সেবা গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত সহজ। এর জন্য যা যা প্রয়োজন গুগল প্লেস্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করা। অ্যাপটিতে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করা। রেজিস্ট্রেশনের পর অ্যাপ থেকেই কাঙ্ক্ষিত সকল সেবা পাওয়া যাবে।পুলিশ সুপার আরও যোগ করেন, একজন নাগরিকের একটি জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড অথবা জন্ম নিবন্ধন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ওয়াইফাই সংযোগ থাকলেই যেকোনো স্থান থেকে এই অনলাইন সেবা গ্রহণ করা সম্ভব। এতে মানুষের সময় বাঁচবে এবং হয়রানি কমবে।

তিনি বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা এবং আইজিপি ও রেঞ্জ ডিআইজি খুলনার সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে।

তিনি জানান, এই নতুন সেবা সম্পর্কে জনগণকে জানাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ফেস্টুন, ব্যানার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন, এই সহজ এবং জনবান্ধব সেবা সাধারণ মানুষ সানন্দে গ্রহণ করবে। তিনি সকলের কাছে এই কার্যক্রমের প্রচার ও প্রসারে সহযোগিতা কামনা করেন, যাতে প্রতিটি নাগরিক এই সেবার সুবিধা নিতে পারে।

সাতক্ষীরার এই পুলিশ সুপার বলেন, অনেক সময় থানায় গিয়ে ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। এখন যার যার বাড়ি থেকে বাড়িতে বসে এই কাজটি সে করতে পারবে। হুমকিসহ বিভিন্ন ধরনের জিডিও এখন ঘরে বসেই অনলাইনে করা যাবে, তবে কেউ চাইলে আগের মতোই থানায় এসেও জিডি করতে পারবেন।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার প্রত্যেকটি থানায় কম্পিউটার অপারেটরসহ সকল লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে, যা জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে সহায়তা করবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: