উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে মাদ্রাসায় পড়–য়া নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বুধবার (১৬ জুলাই) বিকেলে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এর পর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পাশর্^বর্তী আবদুল হক মাতুব্বরের পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত লামিয়ার স্বজনরা জানায়, ‘লামিয়া প্রায়ই একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো। বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেয়।’




0 coment rios: