মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত “রতনকান্দি ইউনিয়ন” এর চর এলাকার “চর চিলগাছা ” গ্রামে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ। উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ এর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ও সিরাজগঞ্জ সদরের আংশিক কাজীপুর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো মইদুল আলম মাস্টার।
সিরাজগঞ্জ সদর থানার সম্মানিত আমির এডভোকেট নাজিমউদ্দিন। সদর থানার নায়েবে আমির মাওলানা মো আনোয়ার হোসেন।
রতনকান্দি ইউনিয়নের আমির মো বেল্লাল হোসেন মাস্টার ও সম্মানিত সেক্রেটারি।
এছাড়া আরো বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে অর্থনৈতিক সহযোগিতা এবং তাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দেন সম্মানিত জেলা আমির। তাদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় থাকবে বলে আশ্বস্ত করেন।
0 coment rios: