আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে গণ অধিকার পরিষদ থেকে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁরা হলেন তরুণ নেতা মনির হোসেন রাজীব ও নারী নেত্রী জাহানারা ইসলাম। দলীয় ও সাংগঠনিকভাবে দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মনির হোসেন রাজীব, গণ অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন এবং ২০১৮ সালের জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেন। বর্তমানে তিনি মাদারীপুরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন।
অপরদিকে, জাহানারা ইসলাম গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিষয়ক সহ-সম্পাদক। তিনি নারীর অধিকার, সমাজ উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এই নেত্রী মনে করেন, সংসদে গিয়ে তিনি নারীদের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
স্থানীয় রাজনৈতিক মহল বলছে, গণ অধিকার পরিষদের এই দুই প্রার্থী নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণের মাঝে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন। এখন দলের চূড়ান্ত মনোনয়নের দিকেই তাকিয়ে রয়েছে শিবচরের সাধারণ জনগণ।
0 coment rios: