28 Jul 2025

পূর্ব দোলাইরপাড় খাল পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

 

চব্বিশ গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব দোলাইরপাড় থেকে দক্ষিণ কুতুবখালী খাল পরিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে খালটি ময়লার কারণে আটকে ছিল। এ কারণে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করে। স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা ময়লা পরিষ্কারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসেন। কারও হাতে বাঁশ, কারও হাতে বেলচা এবং কেউ জালের সাহায্যে ময়লা পরিষ্কারের উদ্যোগ নেন।

বৃষ্টির মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি রাত ৮টায় শেষ করা হয়। খাল থেকে উদ্ধার ময়লা ট্রাকে করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া খালের পানিতে চুন দেওয়া থেকে শুরু করে মশক নিধনের ওষুধ ছিটিয়ে দেন নেতাকর্মীরা। পরে নতুন জীবন পাওয়া খালের দুই ধারে দুইশ ফুলের টব স্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সেখানে উপস্থিত থেকে ময়লা পরিষ্কারে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা সিকদারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: