28 Jul 2025

আবু সাঈদ হত্যা: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


 জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার (২৮ জুলাই) মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মামলার ৩০ আসামির মধ্যে ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা হলেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

এ ছাড়া বাকি ২৪ আসামি পলাতক। গত ২২ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশন জানিয়েছে, আজ সব আসামির বিচার শুরুর আবেদন জানানো হবে।উল্লেখ্য, গত ৩০ জুন আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন। ২০২৪ সালের ১৬ ‍জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ।


    শেয়ার করুন

    Author:

    Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

    0 coment rios: