Sunday, 13 July 2025

ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু আপনারা হতাশ করছেন : বিন ইয়ামিন

 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আপনাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু হতাশ করছেন। এ রকম মনোভাব নিয়ে ক্ষমতা পর্যন্ত যেতে পারবেন তো!

শনিবার (১২ জুলাই) রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় এভাবে হুমকি দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাসহ তাদের কর্মীরা। ক্ষমতায় আসার আগেই যদি এ অবস্থা হয় ক্ষমতায় এলে কি করবেন ভাইয়েরা!’তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনাই এত জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে ভয় দেখাতে পারেনি বরং এখন নিজেই নাই হয়ে গেছে- আপনারা আর কি করবেন।’

এর আগে, শনিবার (১২ জুলাই) মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা বিএনপি পতনের জন্য মাঠে নামিনি। আমরা কারও শত্রু নই। কিন্তু ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি সন্ত্রাস, ধর্ষণ আর খুনের রাজনীতি করে, তবে সে দায় দলকেই নিতে হবে।তিনি বলেন, যদি বিএনপিতে কোনো ভালো ছেলে ঢুকে একসময় ধর্ষণকারী হিসেবে বের হয়, তাহলে সে দায় শুধু ব্যক্তির নয় সে দলকেও দায় নিতে হবে। নেতারা যদি চাঁদার ভাগ নেন, তাহলে খুন ও ধর্ষণের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারেন না।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: