Sunday, 13 July 2025

১২ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার কোটি টাকা

 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২.৮২ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগের মাস মে-তে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরও আগে মার্চ মাসে এসেছিল ৩.২৯ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স রেকর্ড।অন্যদিকে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত দেশে মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.৮% বেশি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে ওই সময়কালে রেমিট্যান্স আসে ২৩.৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স, মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এবং সবশেষ জুন মাসে এসেছে ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: