14 Jul 2025

ঢাকা-পাবনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত বহু

মোঃ ইমরান নাজির

উপজেলা প্রতিনিধি পাবনা

 

ঢাকা-পাবনা মহাসড়কের দুলাই-চিনাখড়া মাঝামাঝি ভাটার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকালে Pabna ExpressOrthi Paribahan নামের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত অর্থি পরিবহনের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দুই বাসই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি একে অপরকে সজোরে ধাক্কা দিলে বিকট শব্দে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের চিৎকারে এলাকায় হাহাকার শুরু হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে — তিনি অর্থি পরিবহনের চালক। অন্য নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে দুলাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জানান, “বাস দুটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও ওভারটেকিংকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: