14 Jul 2025

১০৮ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন স্কট বোলান্ড

অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ড টেস্ট ক্রিকেটে লিখলেন রূপকথার গল্প। ১৯১৫ সালের পর থেকে যেকোনো বোলারের মধ্যে সবচেয়ে কম বোলিং গড়ের রেকর্ড এখন তার দখলে!

জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার পর বোলান্ডের টেস্ট বোলিং গড় দাঁড়িয়েছে মাত্র ১৭.৩৩। এই অবিশ্বাস্য রেকর্ডের মাধ্যমে তিনি টপকে গেছেন ডেল স্টেইন, জাসপ্রীত বুমরাহ, ফ্র্যাঙ্ক টাইসনের মতো কিংবদন্তিদের।

বোলান্ডের অবিশ্বাস্য পরিসংখ্যান

  • মোট উইকেট: ৫৯
  • মোট বোলিং গড়: ১৭.৩৩
  • শুরুর বছর: ২০২১
  • সর্বশেষ ম্যাচে শিকার : জন ক্যাম্পবেল (৩৬), শাই হোপ (২৩), শামার জোসেফ

বোলান্ডের আগে এই তালিকায় ছিলেন ইংল্যান্ডের সিড বার্নস (১৯০০ সালের পর), তবে আধুনিক যুগে এতটা নিচে গড় নামিয়ে আনা প্রায় অবিশ্বাস্য!

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ২২৫ রান। বোলান্ডের নেতৃত্বে অজি পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় মাত্র ১৪৩ রানে, ফলে পায় ৮২ রানের লিড।

তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ফিরে আসে দাপট নিয়ে। দিনের শেষে অস্ট্রেলিয়া ছিল ৯৯/৬, লিড ১৮১ রান। ক্রিজে ছিলেন ক্যামেরন গ্রিন (৪২*) এবং প্যাট কামিন্স (৫*)।

এই অর্জনের পর বোলান্ডের নাম এখন টেস্ট ইতিহাসের সেরাদের তালিকায় স্থায়ীভাবে লেখা থাকবে। ১০৮ বছরের রেকর্ড পেরিয়ে আধুনিক যুগের বোলারদের মধ্যে তিনি হয়ে উঠলেন এক নতুন অনুপ্রেরণা।

বোলান্ড প্রমাণ করে দিলেন, ধৈর্য আর নিখুঁত লাইন-লেংথের জবাব নেই। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তার এই রূপকথার মতো গল্প আরও কত দূর যায়, সেটাই এখন দেখার অপেক্ষা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: