20 Jul 2025

ফরিদপুরে থানার সামনে বাসে আগুন

 


ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

থানা সূত্রে জানা গেছে, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, গত ৬ জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকা পড়ে থাকেন। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: