মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান মনির হোসেন রাজিব 'জুলাই মঞ্চ' চট্টগ্রাম শাখার দপ্তর নিবন্ধক ব্যবস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
মনির হোসেন রাজিব একজন সচেতন, সংগঠক ও সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী যুবক হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর এই নির্বাচনের খবরে শিবচরের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাজিব বলেন, “আমার উপর যে আস্থা রাখা হয়েছে, আমি তা সততা ও দায়িত্বের সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ। ‘জুলাই মঞ্চ’-এর আদর্শ ছড়িয়ে দিতে আমি বদ্ধপরিকর।”
উল্লেখ্য, ‘জুলাই মঞ্চ’ একটি অরাজনৈতিক সমাজকল্যাণমুখী সংগঠন, যা দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে




0 coment rios: