Sunday, 13 July 2025

৪৯৭৮ সরকারি হজযাত্রীকে সোয়া ৮ কোটি টাকা ফেরত দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা**

 


**তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি**


চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


রোববার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ধর্ম উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনার খরচ হিসাব-নিকাশ শেষে এ অর্থ উদ্বৃত্ত থাকে। এই অর্থ সংশ্লিষ্ট হজযাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হবে। প্যাকেজ ভেদে হজযাত্রীরা সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।


তিনি আরও বলেন, "সরকারি ব্যবস্থাপনায় হজ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে। হাজিদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: