25 Jul 2025

মাইলস্টোন ট্র্যাজেডি সন্তানদের কবরে অন্য কারও কবর চান না নাজিয়া-নাফিরের বাবা


 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত হন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়া এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাফি। এরপর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই আপন ভাই-বোন। তুরাগ থানাধীন কামারবাড়ি সংলগ্ন রাজাবাড়ি কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহত দুই ভাই-বোনের বাবা আশরাফুল আলমের চাওয়া, তার বাচ্চাদের কবরে দুই বছর পর যেন অন্য কারও কবর দেওয়া না হয়।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার বাসায় এলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই চাওয়ার কথা জানান আশরাফুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাজিয়া ও নাফির পরিবারকে সহমর্মিতা ও সান্ত্বনা জানাতে তাদের বাসায় যান রিজভী।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন নাজিয়া-নাফিরের বাবা। এ সময় রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না।’

আশরাফুল আলমকে সান্ত্বনা দিয়ে শোকভরা কণ্ঠে রিজভী বলেন, ‘আপনার সন্তানদের কবরের ওপর যেন আর কারও কবর দেওয়া না হয় সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’এ সময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: