ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের কৃতি সন্তান লিটন বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি জনপ্রিয় সামাজিক সংগঠন ছলিলদিয়া সেবা ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
জনসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে লিটন বেপারী স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। এবার চাই নির্বাচিত হয়ে এলাকাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিতে।”
এলাকাবাসী জানিয়েছেন, লিটন বেপারী একজন জনদরদী, সৎ ও সমাজসেবামূলক মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।
0 coment rios: