রাজধানী ঢাকার টিকাটুলিতে অবস্থিত মামুন প্লাজা নামক একটি বাণিজ্যিক ভবনে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট কাজ করছে। ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে বিভিন্ন দোকান ও অফিস ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে অনেক দোকান পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভেতরে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে থাকা প্রতিবেদকদের মাধ্যমে আপডেট জানানো হবে।
0 coment rios: