রিপোর্টার: বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১ জুলাই ২০২৫ |
নারায়ণগঞ্জ, রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, এই মাংসকে ‘গরুর মাংস’ বলে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় এবং বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে সরবরাহ করা হতো।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার রাতে পূর্বাচলের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাংসগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে এবং আরও কয়েকজন পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে এলাকাটিতে সন্দেহজনকভাবে মাংস সরবরাহের চক্র কাজ করছিল। গন্ধ এবং আকারে মাংস ভিন্ন মনে হওয়ায় তারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই চক্র ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস নামে বিক্রি করছিল। বিষয়টি অত্যন্ত গুরুতর। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘোড়ার মাংস খাওয়ার বিষয়টি ইসলামী শরিয়াহ ও স্বাস্থ্যগত দিক থেকে বিতর্কিত এবং এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাংসগুলো পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হবে।




0 coment rios: