Wednesday, 16 July 2025

মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় কেন্দ্রীয় নেতারা মাদারীপুরে যেতে না পারায় কেন্দ্র ঘোষিত মাদারীপুরে এনসিপির পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বিক্ষোভ মিছিল করে প্রোগ্রামে আসা ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এনসিপির গোপালগঞ্জ জেলা সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ।

এ সময় সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপির নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব।

একই সঙ্গে অতি দ্রুত এনসিপির নেতাকর্মীদের সুস্থতার সঙ্গে উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা। পরে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় নেতারা যেতে না পারায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর তাণ্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: