জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) নিহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার সকালে মহাসমাবেশে অংশ নিতে খুলনা থেকে রওনা দেন তারা। পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মাওলানা আবু সাঈদ ছিলেন দাকোপ উপজেলার একজন পরিচিত ধর্মীয় নেতা এবং জামায়াতের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি। অন্যদিকে মোহাম্মদ আমানত শেখ ছিলেন সংগঠনের একনিষ্ঠ কর্মী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিহতদের জানাজা এবং দাফন স্থানীয়ভাবে সম্পন্ন করা হবে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত নেতারা। নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।




0 coment rios: