রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকাল ৫টার পর এ দৃশ্য দেখা যায়। তবে পরে তিনি সভামঞ্চে বসেই বক্তব্য দেন।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে জামায়াত। শনিবার (১৯ জুলাই) বেলা ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠিকভাবে শুরু হয়।এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসিমুখে দেখা গেছে।




0 coment rios: