মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ লষ্করবাড়ির বাসিন্দা, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মান্নান লষ্কর আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মাদারীপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। আজ দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আজকের বাংলা ২৪ পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
0 coment rios: