মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির মাগুরা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক রাজধানী ঢাকা থেকে ফেরার পথে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
দুর্ঘটনার সময় তাঁর বহনকারী যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় বলে জানা গেছে। তবে সৌভাগ্যবশত তিনি বড় কোনো শারীরিক ক্ষতির শিকার হননি। প্রাথমিক চিকিৎসায় জানা গেছে, তিনি সামান্য কিছু আঘাত পেয়েছেন, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাগুরা জেলার সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে তাঁর সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
মাগুরা প্রেসক্লাবের একাধিক সদস্য, সহকর্মী সাংবাদিক এবং শুভানুধ্যায়ী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।




0 coment rios: