মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ডুমুর ইছা গ্রামের চ্যাংটার মোড় থেকে মৃত কাশেম আলী তালুকদারের বাড়ী পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা যেন হাজার হাজার মানুষের মরণ ফাঁদ। এলাকার আশে পাশের কম প্রয়োজনীয় রাস্তা সংস্কার ও পাকা হলেও দীর্ঘ ২২/২৩ বছরেও হয়নি কোন সংস্কার ও পাকা। গ্রামের ৯০% মানুষের চলাচলের এই একটি মাত্র রাস্তা হলেও বেহাল দশা। জীবন মরণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হয় এলাকার হাজার হাজার মানুষকে। এমনকি ছোট ছোট গাড়ী, ভ্যান,রিকশা, মোটর সাইকেল চলাচলেরও নেই কোন উপায়। সেই সাথে সামান্য বৃষ্টি হলেই গ্রামের সকল মানুষকে হতে হয় ঘরবন্দী।
প্রয়োজনীয় কোন মালামাল ও জিনিসপত্র নিয়ে বাড়ীতে নেওয়ার নেই কোন উপায়। বাড়ী থেকে চ্যাংটার মোড় পর্যন্ত হেঁটে আসতে হয় এবং চ্যাংটার মোড় থেকে হেঁটে বাড়ী পর্যন্ত যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে মালামাল ও জিনিসপত্র মাথায় নিয়ে চলতে হয়। কেউ অসুস্থ হলেও তাকে ঝুঁকি নিয়ে ধরাধরি করে নিয়ে আসতে হয়।
এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল দশার কারণে অসংখ্য মানুষ পড়ে গিয়ে আহত হয়েছে এবং অনেক ভ্যান, রিকশা, মোটরসাইকেল পুকুরে পড়ে দূর্ঘটনা ঘটেছে। গাড়ীতে থাকা বিভিন্ন মালামাল নষ্ট হয়ে গেছে।
একটি মাত্র চলাচলের রাস্তা হওয়ায় জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষকে চলতে হয়।
এলাকার একজন মুরুব্বি বলেন রাস্তার এমন বেহাল দশার কারণে আমাদের ছেলে মেয়ের অনেক বিবাহ ভেঙ্গে যায়। ভালো কোন আত্মীয়তার সম্বন্ধ আসলে রাস্তা দেখে তারা আর আত্মীয় করতে চায় না।
মো আব্দুল মোমিন বলেন আওয়ামী লীগ দীর্ঘ ১৬/১৭ বছর ক্ষমতায় থাকলেও এই রাস্তার কোন কাজ করে নাই। এবং শেখ হাসিনা পতনের এক বছর অতিবাহিত হলেও আমাদের রাস্তার কোন উন্নয়ন মুলক কাজ হয়নি। তাই এলাকার অসংখ্য মানুষের অসুবিধার কথা চিন্তা করে রাস্তাটি মেরামত করে দেওয়া দরকার।
এলাকার অসংখ্য প্রবীণ মুরুব্বি ও বয়স্ক লোকজন এবং ভুক্তভোগী মানুষ জোর দাবি জানান স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন আমাদের রাস্তাটি সংস্কার করে পাকা কারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।




0 coment rios: