টাঙ্গাইল প্রতিনিধি: মো. আবু নাঈম
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
আজ (রবিবার) সকাল ১০টা নাগাদ, নিজ বাসায় ছেলে-মেয়ের সামনেই স্বামী মেহেদী (৩৭) তার স্ত্রী কাকলি (৩০)-কে গরু জবাই করার ধারালো ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করেন। ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই স্থানীয়রা থানায় খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সখিপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত মেহেদীকে আটকের চেষ্টা চলছে।




0 coment rios: