12 Aug 2025

সিরাজগঞ্জের রায়গঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা ছাত্রশিবির




মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ 


সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ আগস্ট সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রিফাত আহমেদ।


প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সামাদ বলেন, “ছাত্রশিবিরের এই আয়োজন মেধাবীদের আরও এক ধাপ এগিয়ে দেবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রশিবির একটি নিরাপদ ঠিকানা। একমাত্র সংগঠন হিসেবে ছাত্রশিবিরই মেধার যথাযথ মূল্যায়ন করতে পারে।” তিনি আরও বলেন, “আগামী দিনে আজকের মেধাবীরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মেধাবীদের এগিয়ে আসতে হবে।”


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জেলা সভাপতি আব্দুল আজিজ, জেলা সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: