হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি :
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুর এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
১২(আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোফাজ্জল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাহিদ ইভা। এছাড়া, বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান কবির,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩১ জন যুবক-যুবতীর হাতে মোট ৩১ লাখ ৪০ হাজার টাকায় যুব ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দরা।এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যকর্মী ও প্রশিক্ষিত যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।




0 coment rios: