মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা দেশের মতো গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌজন্যে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেন। র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠান, র্যালি ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের জেলা সেক্রেটারি জনাব মো নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন সময় যুব সমাজের অবদানের কথা তুলে ধরেন। যুব সমাজের আত্বত্যাগ, অন্যায়ের প্রতিবাদ এবং যুগে যুগে যুব সমাজের বিপ্লবী সংগ্রামের কথা তুলে ধরেন। সমাজ ও রাস্ট্রে যুব সমাজের অগ্রণী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানান।
সেজন্য যুব সমাজকে সব সময় নীতি ও আদর্শের সাথে কাজ করতে হবে এবং সমাজ ও রাস্ট্রে সামাজিক কাজের পাশাপাশি রাস্ট্র পরিচালনায় অংশীদার হতে হবে। একমাত্র যুব সমাজই পারে সকল অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে ম্লান করে দিতে। ন্যায় ও ইনসাফের মাধ্যমে স্বাধীন সুন্দর নিরাপদ সমাজ ও রাস্ট্র গঠনে বিশেষ অবদান রাখতে।
অসংখ্য মানুষ তাদের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ণয় করেন এবং যুব র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।




0 coment rios: