মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
উস্তাদ সুলতান নাঈম তার বিশেষ স্বাক্ষাৎকারে তিনি বলেন শাসন দমন নিপীড়ন নির্যাতন গুম খুন হত্যা শুধুমাত্র ক্ষমতা পাকাপোক্ত করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠকে নিঃশেষ করে দেওয়া এটা কোন নতুন ঘটনা নয়। শাসন দমন নিপীড়ন নির্যাতন করে পশ্চিমা দখলদারিত্বে এবং আগ্রাসন বলবত করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বরাবরই প্রতিবাদী মুসলিম জনতাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ইসলাম ও মুসলমানদের উত্থান রোধ করে তাদের ধ্বংসের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল কৌশল অবলম্বন করেছে।
আট বছর আগে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা আজ আবারও সামনে এসেছে। একজন সাবেক সেনা কর্মকর্তা, দেশপ্রেমিক মুসলিম, মেজর জাহিদ—যিনি বহু বছর মাতৃভূমির জন্য অকুতোভয় দায়িত্ব পালন করেছেন—তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বন্দি ও নির্যাতন করা হয়। সেদিন তাঁকে বলা হয়েছিল—"তোমার স্বামী জঙ্গি, স্বীকার করো, না হলে তোমাকেও তাঁর কাছে পাঠিয়ে দেব!"
এরপর সরাসরি জানানো হয়—"আমরাই তোমার স্বামীকে হত্যা করেছি!"
এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, বরং একটি ধারাবাহিক রাষ্ট্রীয় কৌশলের অংশ—যেখানে "Counter Terrorism" নামের আড়ালে নিজের নাগরিকদের ওপরই সন্ত্রাস চালানো হয়।
মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইকেল স্টোল, স্পষ্ট করে বলেছেন:
"Governments often engage in terrorism against their own citizens and call it Counter Terrorism"
(অনেক সময় রাষ্ট্র নিজেই নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস চালায়, আর তাকে বলে সন্ত্রাস দমন)।
বাংলাদেশের ক্ষেত্রেও এর শিকড় আমাদের মুক্তির ইতিহাসে নয়, বরং ঔপনিবেশিক আমলে।




0 coment rios: