22 Aug 2025

নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই: সাদিক কায়েম

 

ইসলামী ছাত্র শিবির ঘোষিত ডাকসু প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আমরা চাই এমন একটি ক্যাম্পাস, যেখানে নারীরা নির্ভয়ে চলবে, যেখানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি নিশ্চিত হবে, যেখানে শিক্ষার্থীরা গণরুম-গেস্টরুম কালচারমুক্ত হয়ে অবাধে বিচরণ করবে।

বৃহস্পতিবার যুগান্তরকে এসব কথা বলেন আবু সাদিক। তিনি জানান, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া একটি অন্তর্ভুক্তিমূলক, সবার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছি। যেমন জুলাই গণ-অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচিত হয়েছিল, তেমনি ডাকসু নির্বাচনকে আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ গড়ার এক মডেল হিসাবে, যেখানে মতভেদ থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমাদের ঐক্য অটুট থাকবে। আমাদের কাছে এই ক্যাম্পাস শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের স্বপ্নের আশ্রয়, সংগ্রামের মঞ্চ, ভবিষ্যৎ গড়ার ভিত্তি। অথচ এই আশ্রয়কে কলুষিত করা হয়েছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসের দ্বারা। শিক্ষার্থীদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আর যোগ্যতার পরিবর্তে ক্ষমতার দম্ভে সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।

ads

আবু সাদিক কায়িম বলেন, এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা সামনে এনেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের গঠন হয়েছে সাহস, সততা, দায়িত্বশীলতা আর ত্যাগের সমন্বয়ে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছি, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি তুলেছি এবং সবার জন্য সমান সুযোগের পরিবেশ গড়ার জন্য লড়াই করেছি। আমাদের অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা, দক্ষতা, খেলাধুলা ও সাহিত্যচর্চার এক অসাধারণ আঙ্গিনা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সবার মিলিত উদ্যোগ ছাড়া কখনোই সন্ত্রাস ও উচ্ছৃঙ্খলতামুক্ত একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব নয়।

ads

তিনি বলেন,  তাই এবারের ডাকস-২০২৫ নির্বাচন কেবল ব্যালটের হিসাব নয়। এটি আমাদের স্বপ্ন ও ভবিষ্যতের লড়াই। প্রতিটি ভোট একটি প্রতিবাদ, প্রতিটি ভোট একটি অঙ্গীকার, প্রতিটি ভোট আমাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা। আমরা চাই এমন একটি ক্যাম্পাস, যেখানে নারীরা নির্ভয়ে চলবে, যেখানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি নিশ্চিত হবে, যেখানে শিক্ষার্থীরা গণরুম-গেস্টরুম কালচার মুক্ত হয়ে অবাধে বিচরণ করবে। আমরা বিশ্বাস করি, ভয় নয়। ঐক্য, স্বপ্ন ও সম্ভাবনার শক্তিই আমাদের এগিয়ে নেবে। আমাদের সবার প্রিয় ক্যাম্পাসকে অন্যায়মুক্ত, সন্ত্রাসমুক্ত ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: