23 Aug 2025

ধনবাড়ীতে শেয়ালের কামড়ে শিশু সহ দুই জন আহত



-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী গ্রামে জান্নাতুল মাহিয়া নামের চার বছর বয়সী এক শিশু শেয়ালের কামড়ে আহত হয়েছে । এদিকে একই দিনে  ভোর রাতে একই গ্রামের মোঃ হাবেল উদ্দিন নামের পঞ্চাশ বছর বয়সী একজন কৃষকও  শেয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতরা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন । 


ads

https://www.profitableratecpm.com/fmv0hqcm7?key=d2411488f1a2e3b31bc6d9a5f148a66e

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আহতদের ভ্যাক্সিন দেওয়া হয়েছে।আহতরা আপাতত  ঝুঁকিমুক্ত। তারপরও আহত সবাই আমাদের নজরদারিতে থাকবে। উল্লেখ্য:ধনবাড়ীর মুশুদ্দী ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে গাভী পালন করা হয় । গাভীর খাদ্য হিসেবে কৃষি জমিতে ব্যাপকভাবে ঘাস চাষ করা হয় । সেই সব ঘাসের জমিতে শেয়ালের পর্যাপ্ত বংশবৃদ্ধি হয়েছে এবং শেয়ালের অতিরিক্ত পফচারনা বৃদ্ধি পেয়েছে বলে স্হানীয় কৃষকরা জানান ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: