ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে স্ত্রীর ওপর মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ লিমা আক্তার (২৯) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক লিমা আক্তারের বিয়ে হয় মোঃ পান্নু শেখ (৩৭)-এর সঙ্গে। বিয়ের সময় কনের বাবার পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু স্বামী পান্নু শেখ নেশাগ্রস্ত হয়ে নিয়মিত গালিগালাজ ও মারধর করতেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন বলে অভিযোগ করেছেন লিমা আক্তার।
গত ১৩ আগস্ট রাত ৯টার দিকে স্বামী পান্নু শেখ, শ্বশুর মোঃ মিজানুর রহমান পিটার শেখ (৫৫) ও স্বামীর আত্মীয় মোছাঃ লুথি বেগম (৩৫) যোগসাজশে লিমা আক্তারের চুল ধরে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। চিৎকার শুনে প্রতিবেশী হামিদা বেগমসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। বর্তমান লিমা আক্তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরবর্তীতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।




0 coment rios: