ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (গতরাত) গভীর রাতে আলগী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। অবশেষে রাতের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, চেয়ারম্যানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই অনেকে বাড়ির সামনে ভিড় করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”




0 coment rios: