13 Sept 2025

ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের : নেতানিয়াহু

 

পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে কার্যত ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেরুজালেমের পূর্বে মালে আদুমিম বসতিতে আয়োজিত অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা প্রতিশ্রুতি পূরণ করছি—কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই ভূমি আমাদের।

চুক্তি অনুযায়ী, বিতর্কিত ই১ এলাকায় ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণ হবে, যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করবে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে ১৯৬৭ সালের পর গড়ে ওঠা সব বসতি অবৈধ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র সমাধান। নেতানিয়াহুর পদক্ষেপকে তিনি অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দেওয়া বলে মন্তব্য করেন।জাতিসংঘ আগেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব সমর্থন করেছে। তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি পশ্চিম তীর ও গাজায় সহিংসতা বেড়েছে। সোমবার জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হন। অন্যদিকে গাজায় ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: