10 Dec 2025

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি খান-পাঠানরা এ দেশের মানুষের ওপর ন্যায় ও ইনসাফের শাসনের কথা বলে বৈষম্য, জুলুম ও অত্যাচার চালিয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের ঝাঁটাপেটা করে বিদায় করেছে এবং নতুন স্বাধীনতা লাভ করেছে। এভাবে ব্রিটিশদের আধিপত্য, পশ্চিম বাংলার দাদাদের আধিপত্য এবং পশ্চিম পাকিস্তানের খান-পাঠানদের আধিপত্য এই তিনটি শক্তিকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। রক্তের সাগর পাড়ি দিয়ে আমাদের পূর্বপুরুষরা মুক্তির সূর্য কেড়ে এনেছিলেন, কিন্তু ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সেই বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পরপরই আধিপত্যবাদী ভারত শেখ মুজিবুর রহমানকে ডেকে নিয়ে তাদের হাতে প্রেসক্রিপশন তুলে দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা হরণের অপচেষ্টা চালায়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রথমে বাংলাদেশে না ফিরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কাছে যান। তিনি ইন্দিরা গান্ধির কাছ থেকে নিয়ে আসা সেই প্রেসক্রিপশন অনুসরণ করে ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন করেন। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলো কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ভারত মাতার চরণতলে জলাঞ্জলি দেওয়া হয়েছে।সমাবেশে উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান।

Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর সাইফ উল্লাহ পাঠানসহ অন্য নেতারা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: