মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলায় নতুন সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস্) হিসেবে যোগদান করেছেন জনাব বিমল চন্দ্র বর্মন। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন কর্মকর্তাকে অভিনন্দন জানান।
জনাব বিমল চন্দ্র বর্মন ৩৮তম বিসিএসের মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দায়িত্ব পালন করছিলেন।
তার মেধা, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতায় মাদারীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




0 coment rios: