রাজধানীর শ্যামলীতে এক ছিনতাইয়ের ভিডিও বিশ্লেষণ করতে গিয়ে একটি ভয়ংকর ‘ছিনতাই প্যাকেজ’ চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চাপাতির মুখে ব্যাগ, মোবাইল, এমনকি গেঞ্জি-জুতা হারান। তদন্তে উঠে আসে, এ ঘটনায় জড়িত কবির, আল আমিন ও আসলাম।
ডিবি জানিয়েছে, কবির এই চক্রের মূলহোতা। গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি।
চাঞ্চল্যকর তথ্য হলো—এই চক্র ছিনতাইকারীদের কাছে অগ্রিম ভাড়ায় নয়, বরং ছিনতাই শেষে মাল বিক্রির পর ভাড়া নেয়। এমনকি কেউ ধরা পড়লে জামিনের জন্য ‘দাদন’, অর্থাৎ সুদে টাকা জোগাড় করেও দেয় চক্রটি।
গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, ঢাকায় এমন প্যাকেজভিত্তিক ছিনতাই এবারই প্রথম। শুধু অস্ত্র বা যান নয়, জামিনের ব্যবস্থাও থাকে এই অপরাধ পরিকল্পনায়।
ডিবি বলছে, প্রতিদিন বিভিন্ন এলাকায় ছিনতাই করে চক্রের সদস্যরা। এবং ছিনতাইয়ের মাল আবার বিক্রি করতে হয় মূলহোতাদের কাছেই।
এটা শুধু ছিনতাই নয়—একটি সুসংগঠিত অপরাধ চক্র। যা এবার প্রথম ধরা পড়ল পুলিশের হাতে।




0 coment rios: